পৌরসভা নির্বাচনে বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারলেন তৃণমূলের ছাত্রনেতা সৌরভ
পশ্চিম মেদিনীপুর: কর্পোরেশন ইলেকশন পর পৌরসভা নির্বাচন। হাতে গোনা মাত্র কয়েকটি দিন আর বাকি। দেয়াল লিখন থেকেই বাড়ি বাড়ি প্রচার পিছিয়ে নেই শাসক-বিরোধী কেউই।
মঙ্গলবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারলেন তৃণমূল ছাত্র পরিষদের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি তথা ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌরভ চক্রবর্তী।
সরাসরি সাধারণ মানুষের সাথে কথা বলে জানালেন তাদের অভাব অভিযোগ। সেই সঙ্গে বোর্ড গঠন করার পর সাধারণ মানুষের পাশে থেকে তাদের না হওয়া কাজ সম্পন্ন করার আশ্বাস দেন তিনি।
পাশাপাশি তিনি জানান রাজ্য সরকারের যে সমস্ত উন্নয়নমুখী প্রকল্প সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছি তাতে করে সাধারন মানুষ তৃণমূল কংগ্রেসকে আরো একবার পৌরসভার ক্ষমতায় নেই সেই সমস্ত প্রকল্পের সুবিধা গুলি পেতে চাই।
এদিন সাধারণ মানুষেরও প্রার্থীর ওপর আস্থা রয়েছে এমনটাই জানান ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তারা জানান তাদের পাশে সব সময় ডাকলে পাওয়া যায় কাছের ভাই সৌরভ কে।
এদিনের প্রার্থীর প্রচার এর সাথে ছিলেন চন্দ্রকোনার বিধায়ক অরূপ ধাঁড়া। তিনি জানান দীর্ঘদিন থেকে আমরা যেভাবে সাধারণ মানুষের পাশে থেকে এসেছি পৌরবোর্ড গঠন করা কার্যত সময়ের অপেক্ষা। সেই সঙ্গে বিরোধের তিনি জানান তারা প্রার্থী খুঁজে পাচ্ছে না তারা আমাদের কি বিরোধিতা করবে।