নবম শ্রেণীর ছাএীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার*।



মালদা,মানিকচক ,পার্থ ঝা :

এক নবম শ্রেণীর ছাএী শোয়ার ঘর থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার।ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল ছড়িয়ে পরে মালদহের মানিকচক ডোমাট নিউ কদমতোলা এলাকায়।শোকের নেমে আসে এলাকা জুড়ে।

পরিবার সূত্রে জানা গেছে, বাবা মায়ের অনুউপস্থিতে।শনিবার, সন্ধ্যা নাগাদ গোলায় কাপড়ের ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।মৃত্যুর কারণ নিয়ে রয়েছে ধোঁয়াসা।মৃত স্কুল ছাএীর শিল্পী মন্ডল(১৫)।স্থানীয় মানিকচক হাই স্কুলের ছাএী।

তরিঘরি মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু বলে ঘোষনা করে।

এবিষয়ে গ্রাম পঞ্চায়েত সদস্যা ফুলবতী মন্ডল জানান,আমি রবিবার সকাল নাগাদ বিষয়টি জানতে পায়।আমি ওই পরিবারের পাশে থাকবো।

দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় মানিকচক থানার পুলিশ।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন