অসহায়, দুরবস্থায়, অসময়ে এলাকাবাসীদের পাশে দাঁড়িয়ে কৃতিত্বের পরিচয় দিলেন মালদা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক বুলবুল খান।
নুর আইন, হরিশ্চন্দ্রপুর: অসহায়, দুরবস্থায়, অসময়ে এলাকাবাসীদের পাশে দাঁড়িয়ে কৃতিত্বের পরিচয় দিলেন মালদা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক বুলবুল খান।মানুষের দুঃখ দুর্দশার কথা শুনলে পিছু পা ফাটে না। দুরন্ত গতিতে ছুটে মানুষের সাহায্যের জন্য পাশে দাঁড়াই বুলবুল খান। এবার কঠিন অসময়ে অসহায় পরিযায়ী শ্রমিক এর পাশে দাড়িয়ে বিভিন্ন প্রকার সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে কৃতিত্বের পরিচয় দিলেন তিনি। এ ধরনের ঘটনা ধরা পরল হরিশ্চন্দ্রপুর দু'নম্বর ব্লকের অন্তর্গত দৌলত নগর অঞ্চলের তাল বংরুয়া গ্রামে।
জানা যায় দৌলত নগর অঞ্চলের তালবাংরুয়া গ্রামে অসহায় এক পরিযায়ী শ্রমিক যার নাম শফিকুল আলম। কয়েকবছর আগে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে কোমর ভেঙে যায়। চলাফেরা করতে একেবারে অক্ষম। সংসারের উপর উপার্জন একেবারেই বন্ধ। কিভাবে সংসার চলবে তা নিয়ে তার মাথায় পড়েছে হাত। অর্থের অভাবে তার মেয়ের পড়াশোনা করাতে একেবারেই ব্যর্থ। এমন কঠিন পরিস্থিতিতে পাশে দাঁড়িয়ে মানবিকতার পরিচয় দিলেন বুলবুল খান। এমন কঠিন পরিস্থিতিতে বুলবুল পাশে পেয়ে ধন্যবাদ জ্ঞাপন করেছেন শফিকুল আলম।
বুলবুল খান বলেন তালবাংরুয়া স্থানীয় নেতাদের কাছ থেকে শফিকুল আলম এর বিষয়টি জানতে পারি এবং তার সহযোগিতার জন্য হাত বাড়িয়েছি। এদিন তার হাতে খাদ্য সামগ্রী সহ শীতবস্ত্র তুলে দিয়েছি এবং তার মেয়ের পড়াশোনার জন্য দায়ভার গ্রহণ গ্রহণ করা হয়েছে।