মশারি ও কম্বল বিতরণ জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে ,ব্যবস্থাপনায় বেলাকোবা পুলিশ ফাঁড়ি


রাজগঞ্জ, ২১ নভেম্বর: রাজগঞ্জ ব্লকেরশিকারপুর অঞ্চলের অন্তর্গত শিকারপুর দেবী চৌধরাণী মন্দিরে জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্দ্যোগেl শিকারপুর চা বাগানের শ্রমিক ও দুস্থদেরকে কম্বল ও মশারী বিতরণ করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন বেলাকোবা পুলিশ ফাঁড়ি। উক্ত অনুষ্ঠানে রাজগঞ্জ বিধায়ক খগেস্বর রায় জানান এর আগে অনেক সরকার আসছে গেছে এরকম সরকার ও পুলিশের এই ধরনের সুন্দর পরিকল্পনা আগে দেখা যায় নি। এদিকে রাজগঞ্জ আই সি পঙ্কজ সরকার বলেন, পুলিশ আর সাধারন মানুষ আমরা একই আমাদের কাজ শুধু ক্রাইম ও চোর ধরা নয়, আমরাও সাধারণ মানুষের মাঝে সুখ দুঃখকে মিলিয়ে নিয়ে থাকি l এই ধরনের বিতরণী অনুষ্ঠান ভবিষ্যতে আরও আয়োজন করার পরিকল্পনা আছে বলে জানান তিনি। এছাড়াও উপস্থিত ছিলেন, বেলাকোবা ও.সি. বুদ্ধদেব ঘোষ,এএসআই দীপেন সুব্বা ,এসআই জয় রায় , জলপাইগুড়ি মহিলা পুলিশের ওসি উপাসনা গুরুং , জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা দাস রায়, শিকারপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রঞ্জিতা রায়়, উপপ্রধান অমলেন্দু ভৌমিক প্রমূখ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন