মশারি ও কম্বল বিতরণ জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে ,ব্যবস্থাপনায় বেলাকোবা পুলিশ ফাঁড়ি
রাজগঞ্জ, ২১ নভেম্বর: রাজগঞ্জ ব্লকেরশিকারপুর অঞ্চলের অন্তর্গত শিকারপুর দেবী চৌধরাণী মন্দিরে জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্দ্যোগেl শিকারপুর চা বাগানের শ্রমিক ও দুস্থদেরকে কম্বল ও মশারী বিতরণ করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন বেলাকোবা পুলিশ ফাঁড়ি। উক্ত অনুষ্ঠানে রাজগঞ্জ বিধায়ক খগেস্বর রায় জানান এর আগে অনেক সরকার আসছে গেছে এরকম সরকার ও পুলিশের এই ধরনের সুন্দর পরিকল্পনা আগে দেখা যায় নি। এদিকে রাজগঞ্জ আই সি পঙ্কজ সরকার বলেন, পুলিশ আর সাধারন মানুষ আমরা একই আমাদের কাজ শুধু ক্রাইম ও চোর ধরা নয়, আমরাও সাধারণ মানুষের মাঝে সুখ দুঃখকে মিলিয়ে নিয়ে থাকি l এই ধরনের বিতরণী অনুষ্ঠান ভবিষ্যতে আরও আয়োজন করার পরিকল্পনা আছে বলে জানান তিনি। এছাড়াও উপস্থিত ছিলেন, বেলাকোবা ও.সি. বুদ্ধদেব ঘোষ,এএসআই দীপেন সুব্বা ,এসআই জয় রায় , জলপাইগুড়ি মহিলা পুলিশের ওসি উপাসনা গুরুং , জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা দাস রায়, শিকারপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রঞ্জিতা রায়়, উপপ্রধান অমলেন্দু ভৌমিক প্রমূখ।