এবার দুর্গা পূজো স্পেশাল নতুন গান উত্তরবঙ্গের কন্ঠ শিল্পী দেবাশীষ সাহার
এবার দুর্গা পূজো স্পেশাল নতুন গান উত্তরবঙ্গের কন্ঠ শিল্পী দেবাশীষ সাহার গাওয়া l আসছে উত্তর বাংলা নিউজ এ ।
গানটির কথা ও সুর সহ মিক্সিং মাষ্টারিং, ভিডিও গ্রাফি ও ভিডিও এডিট করেছেন দশমিক ব্যান্ডের ফ্রন্ট ম্যান সূর্যস্নাত বসু। গানটির অসাধারন মিউজিক করেছেন দশমিক ব্যান্ডের গায়িকা দেবস্মিতা মৈত্র।অভিনয়ে সহযোগিতা করেছেন শ্রীবাস পাল,নিলাঞ্জনা রায় ও শ্রেয়সী রায়।গানটি রেকর্ড হয়েছে ধূপগুড়ির প্ল্যাটফর্ম রেকর্ডস ও স্টুডিও থেকে।