হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার
বেলাকোবা 3 অক্টোবর : শনিবার বানিয়া বাড়ীর বাসিন্দা মিঠুন রায় তার মোবাইল ফোন নিখোজের অভিযোগ দায়ের করেন বেলাকোবা পুলিশ ফাঁড়িতে।
বেলাকোবা পুলিশ ফাঁড়ির টিম বিভিন্ন দিক খোজ খবর ও তদন্ত করে হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি উদ্ধার করে l পরবর্তীতে ফোনটির সঠিক মালিকের হাতে তুলে দেন মোবাইলটি বেলাকোবা পুলিশ ফাঁড়ির ওসি বুদ্ধদেব ঘোষ l
পরপর অসাধারণ কাজ করার জন্য উত্তর বাংলানিউজের পক্ষ থেকে কুর্নিশ জানাই বেলাকোবা পুলিশ ফাঁড়ির ওসি বুদ্ধদেব ঘোষ বাবু কে I