বিজেপি শিলিগুড়ি সাংগঠনিক জেলার উদবাস্তু সেলের জেলা আহ্বায়ক প্রনবেশ মন্ডল কি তৃণমূলে? নাকি দার্জিলিং জেলা তৃণমূল যুবকংগ্রেসের সিনিয়র ভাইসপ্রেসিডেন্ট সুব্রত সরকার বিজেপিতে?



শিলিগুড়ি ,নিজস্ব প্রতিবেদন ,10 ই অক্টোবর : রবিবার বিজেপি শিলিগুড়ি সাংগঠনিক জেলার উদবাস্তু সেলের আহবায়ক প্রনবেশ মন্ডলের  নিজ বাসভবনে দূর্গা পূজা উপলক্ষে দুস্থদের জন্য বস্র বিতরণের আয়োজন করেন। 
সেই বস্রবিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি বিধাননগর মন্ডলের সহ -সভাপতি গোবিনচাঁন মন্ডল, কোষাধক্য শিশির সিনহা , সাথে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুব্রত সরকার (সুজয়)। কিছুদিন আগেই প্রনবেশ মন্ডল উদবাস্তু সেলের জেলা আহ্বায়কের পদ থেকে অব্যহতি চেয়ে জেলা বিজেপির সভাপতি প্রবিণ  আগারওয়াল কে পদত্যাগপত্র জমা করেন। গত বিধানসভা নির্বাচনের আগেই তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগদান করেন প্রনবেশ মন্ডল। 
আজকের এই বস্ত্র বিতরনি অনুষ্ঠান দেখে রাজনৈতিক মহলে প্রশ্ন ? প্রনবেশ মন্ডলের কি ঘড় বাপসি হচ্ছে  তৃনমূলে I নাকি সুব্রত সরকার বিজেপিতে? 

স্থানীয় বিজেপি বিধায়ক দুর্গা মুর্মুর সঙ্গে সংবাদমাধ্যম থেকে যোগাযোগ করলে যোগাযোগ সম্পুর্ণ হয়নি l

 অন্যদিকে শিলিগুড়ি সাংগঠনিক জেলার সভাপতি প্রবীণ আগারওয়াল জানিয়েছেন সেই অনুষ্ঠানটি কোনো রকম রাজনৈতিক অনুষ্ঠান ছিল না ,তাই ওই অনুষ্ঠানে যে কেউ আসতে পারেl আমরা কোন নোংরা রাজনীতি করি না আমার এতোটুকুই বলার ছিল ,তবে উনাকে স্বাগত জানাই I
প্রনাবেশ মন্ডল সংবাদমাধ্যমকে জানিয়েছেন তিনি এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রতি বছরই করেন এটা কোন দলগত অনুষ্ঠান নয় ,"তবে আমি এখন রাজনৈতিক এর মধ্যে নেই" তৃণমূলের নেতা বলে আমি কাউকে ডাকিনী তবে কয়েকজন বন্ধু মিলে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান করেছি I
দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুব্রত সরকার জানিয়েছেন ওই অনুষ্ঠানে আমি গিয়েছিলাম তবে আমি জানি প্রনাবেশ বাবু সমাজসেবী হিসেবে কাজটা করেছেন ,রাজনৈতিক কিনা সেটা আমার জানা নেই l

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন