পানিকৌরি অঞ্চলের বিজেপি পঞ্চায়েত দেবানন্দ রায় তৃণমূলেযোগদান
রাজগঞ্জ: রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত পানিকৌরি অঞ্চলের বিজেপি পঞ্চায়েত দেবানন্দ রায় শুক্রবার কর্মী-সমর্থকদের নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন,রাজগঞ্জ বিধায়ক তথা জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান খগেশ্বর রায় এর হাত ধরে I এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা টি পিএসসির চেয়ারম্যান লক্ষ মোহন রায় রাজগঞ্জ পঞ্চায়েত সমিতি সভাপতি পূর্ণিমা রায়, শিকারপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অমলেন্দু ভৌমিক সহ পানিকৌরি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা l