সারিয়াম হাই স্কুল অনুষ্ঠিত হলো দুয়ারে সরকার
রাজগঞ্জ: সমস্ত জায়গার মতো রাজগঞ্জ ব্লকের সারিয়াম যশোদার হাইস্কুলে প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো দুয়ারে সরকার l দুয়ারের সরকার অনুষ্ঠানটি একটু অন্যরকমভাবে সাজিয়েছিল সারিয়াম এলাকার নেতৃত্বরা, ভাওয়াইয়া সঙ্গীত এর মাধ্যমে অনুষ্ঠানটি শুভ সূচনা হয় l এদিন তেমন পরিমাণ ভির চোখে পড়েনি তবে চিত্র ছিল অন্যরকম,স্কুলের ময়দানে যাতে ভিড় কম জমে দুটি ভাগে বিভক্ত করেছিল I এই অনুষ্ঠানে আসা মহিলাদের সাহায্যের জন্য দেখা গেছিল স্থানীয় এলাকার যুবকদের শুধু যুবকই নয় যুবতীদের ও দেখা গিয়েছিল সাহায্য করতে l
উক্ত এলাকার "যুব তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি "রাজেশ মজুমদার" জানান বাইরে মা-বোনদের সাহায্য করবার জন্য আমাদের এই উদ্যোগ তবে সকলকে সাহায্য করতে পেরে আমি খুব খুশি l ধন্যবাদ জানাই আমার এলাকার যেসব ভাই দাদা বোন দিদিরা সাহায্য করেছে সকলকে l