হরিশ্চন্দ্রপুর থানা পুলিশের তৎপরতায় চুরি যাওয়া মোবাইল ফেরত
নুর আইন,মালদা;২৫সেপ্টেম্বর: মালদহের হরিশ্চন্দ্রপুর পুলিশের তৎপরতায় এলাকার দুই বাসিন্দা তাদের চুরি যাওয়া মোবাইল ফেরত পেল। এদিন ওই দুই বাসিন্দা হাতে তাদের মোবাইল তুলে দেন হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস।হরিশ্চন্দ্রপুর হাসপাতাল পাড়ার বাসিন্দা রাজা মাঝি, ও গাংনদীয়ার বাসিন্দা নাহারুলের কিছুদিন আগেই মোবাইল চুরি যায় হরিশ্চন্দ্রপুর জনবহুল এলাকা থেকে। চুরি যাওয়ার কয়েকদিনের মধ্যেই হরিশ্চন্দ্রপুর পুলিশি তৎপরতায় মোবাইল দুটি উদ্ধার করা হয়।
এ প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানান মোবাইল চুরির অভিযোগ ছিল। আমরা মোবাইল দুটি ট্রাক করে উদ্ধার করি। আজ মোবাইল দুটি প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হল।