রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায় বেলাকোবা এবং রাণীনগরে ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন করলেন
রাজগঞ্জ: প্রথমে বেলাকোবা অঞ্চলে খেলা উদ্বোধন করে এখন বিন্নাগুরি অঞ্চলের চটকিয়া ভিটা তুফান সংঘ ক্লাবের পরিচালনায় খেলা দিবস উপলক্ষে এক দিবসীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন মাননীয় বিধায়ক খগেশ্বর রায় এবং খেলোয়াড়দের সাথে পরিচিতি পর্বে ক্লান্তিহীন বিধায়ক খগেশ্বর রায় সাথে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি মঞ্জু রায় ,সম্পাদক কালু রায় , প্রাক্তন অঞ্চল সভাপতি সাবুল রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং ক্লাবের সকল সদস্য সদস্যাবৃন্দ l