যাএী প্রতিক্ষালয়ের উদ্ধোধন করা হল তারানগর মোড়ে
মালদা,রতুয়া, 31জুলাই : দীর্ঘদিনের দাবি পূরণ।শনিবার রতুয়া ১ নং ব্লকের ভাদো গ্রাম পঞ্চায়েত এলাকার তারানগর মোড়ে যাএী প্রতিক্ষালয়ের শুভ উদ্ধোধন করা হল।এদিন ফিতা কেটে প্রতিক্ষালয়ের উদ্ধোধন করেন মালতীপুর বিধানসভার বিধায়ক আব্দুর রহিম বকশি।এছাড়াও উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদ সদস্য হুমায়ুন কবীর(বাজনা) সহ স্থানীয় নেতৃত্ব।
এই প্রতিক্ষালয় পেয়ে খুশি নিত্যযাএী থেকে শুরু করে এলাকাবাসী।