ফের তৃণমূলে ত্রিশটি পরিবার যোগদান করলেন
ফের তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বিভিন্ন দল থেকে আসা 30 টি পরিবার l এদিন রাজগঞ্জ ব্লকের প্রাক্তন সভাপতি লক্ষ মোহনরায় এর হাত ধরে যোগদান করে I রাজগঞ্জ ব্লকের প্রাক্তন সভাপতি লক্ষণ রায় জানান আবারও আমাদেরশক্তি বৃদ্ধি হল রাজগঞ্জ ব্লকের l যেভাবে মা মাটি মানুষের সরকার কাজ করে চলেছে যার জন্য এই যোগদান l