রাতের আধারে দুষ্কৃতীরা কেটে দিল আপেল কুল বাগান
"রাতের আধারে দুষ্কৃতীরা কেটে দিল আপেল কুল বাগান"
রাজগঞ্জ 31 জুলাই: রাতের আঁধারে দুষ্কৃতীরা কেটে দিল দুই বিঘা আপেল কুল বাগান ,মাথায় হাত পড়েছে কুল চাষী জুটন দাস এর I জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের 12পাটিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধুপগুড়ি বস্তি এলাকার 17 জুলাই এর ঘটনা I কিছুদিন আগেই কৃষি দফতরের সহযোগিতায় 60 হাজার টাকায় আপেল কুলের চারা নিয়ে আসে এবং তা রোপন করে ,বড় হলে এই গাছটি থেকে আনুমানিক প্রায় প্রতি গাছে আট হাজার টাকা করে ফল বিক্রি করতে পারতেন l
দুই বিঘা জমি কুল গাছ কাটার পর স্থানীয় পঞ্চায়েত কেঘটনাটি জানাতেই I দুষ্কৃতীরা উনিশে জুলাই 2021 সন্ধ্যা সাতটা নাগাদ তাকে মারধর করে বলে অভিযোগ করেন l
এরপর তিনি জলপাইগুড়ি কোর্টের দ্বারস্থ হয়ে অভিযোগ দায়ের করেন , চার অভিযুক্তর নামে হরি সাধন দাস ,রাবণ দাস সুবোধ দাস, আকুল দাস নামে I
কুল চাষী জুটন দাস জানান আমি কোর্টের দ্বারস্থ হয়েছি আমি এর ন্যায্য বিচার চাই ,আমার এত বড় ক্ষতি ন্যায্য বিচার না হলে স্ত্রী ও দুই সন্তান নিয়ে মাঠে মারা পড়বো I অনেক আশা নিয়ে কুল বাগান লাগিয়েছিলাম, ওরা আমার এত বড় ক্ষতি করল এটা আমি মানতে পারছিনা I