বিনামূল্যে এম্বুলেন্স পরিষেবার শুভ উদ্ভোধনকরলেন মন্ত্রী বুলুচিক বড়াইক।
মালবাজার, 18 ই মে: মঙ্গলবার মেটেলি ব্লকের বিধাননগর গ্রামপঞ্চায়েত এলাকার রহমান ফার্ম হাউসের পক্ষ থেকে কভিড রুগিদের সুবিধার্থে দুটি বিনামূল্যে এম্বুলেন্স পরিষেবার শুভ উদ্ভোধন মন্ত্রী বুলুচিক বড়াইক। এদিনের এদিনের উদ্ভোধনি অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও ছিলেন জেলার অতিরিক্ত স্বাস্থ আধিকারিক সুদিপ্ত মন্ডল, মেটেলির জয়েন্ট বিডিও তন্ময় বিশ্বাস, রহমান ফার্ম হাউসের কর্ণধার জিয়াউর রহমান, সমাজ সেবী, সঞ্জয় কুজুর, রাসেল সরকার, বাবু হাসান, সঞ্জিব বসাক, রেজাউল বাকি,বিমল চন্দ্র রায় সহ অনেকেই।মন্ত্রী বুলুচিক বড়াইক বলেন,করোনার এ-ই পরিস্থিতিতে আর্থিক সংকট থাকা সত্বেও রহকমান ফার্ম হাউজের পক্ষ থেকে বিনামূল্যে এ-ই এম্বুলেন্স পরিষেবা দেওয়ার জন্য ধন্যবাদ জানাই।এদিন এ-ই দুটি এম্বুলেন্স স্বাস্থদপ্তেরের তুলে দেওয়া হয়েছে।