সরকারি বিধি নিষেধ কে ,বুড়ো আঙ্গুল দেখিয়ে ওদলাবাড়ি তে কিছু হোটেল খোলা রয়েছে।
ওদলাবাড়ি: করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন বারছে। বারছে মৃতের সংখ্যাও। কোন ভাবে আক্রান্তে এবং মৃত্যুতে লাগাম দেওয়া যাচ্ছে না। তাই সরকারি উদ্দোগে রাজ্য জুরে লক ডাউন চলছে গত রবিবার সকাল ৬টা থেকে।
এই লক ডাউনে, হোটেল রেস্তোরা, ধাবা,বার সব বন্ধ নির্দেশ দেওয়া হয়েছে। কিন্ত এই নির্দেশ কে বুড়ো আঙ্গুল দেখিয়ে ওদলাবাড়ি তে কিছু হোটেল খোলা রয়েছে।
গতকাল রাত পর্যন্ত এরকমই একটি বড় লামা হোটেল খোলা ছিলো ওদলাবাড়ি ঘীস বস্তি এলাকায় জাতীয় সড়কের পাশে বলে জানা গেছে। সোমবার দিন একই ভাবে ওই হোটেল খোলা থাকতে দেখা যায়। এই খবর জানতে পেরে মালবাজার পুলিশ হানা দেয় এই লামা হোটেলে। এদিন সকালে পুলিশ এসে হোটেল বন্ধ করার নির্দেশ দেয় বলে জানা গেছে৷ সেই মতো সকালে হোটেলের চেয়ার টেবিল গুছিয়ে ফেলে হোটেল কর্মিরা।
এব্যাপারে এই হোটেল মালিক মাসাং লামা বলেন সরকারি নিয়ম আমরা পালন করছি। পুলিশ এসেছিলো। আমরা চেয়ার টেবিল গুছিয়ে নিয়েছি। তবে মালিকের বনক্তব্যের সাথে বাস্তবের কোন মিল পাওয়া যায় নি। কারন গতকাল রাতেও বেশ কিছু মানুষ হোটেল মুখি হয়েছিলো।