সদর ব্লকের বেলাকোবা গ্রামীণ হাসপাতালে ভ্যাকসিন নিয়ে অনিয়মের অভিযোগ,পরিদর্শনের রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়
রাজগঞ্জ, ১৮ মেঃজলপাইগুড়ি সদর ব্লকের বেলাকোবা গ্রামীণ হাসপাতালে ভ্যাকসিন নিয়ে অনিয়মের অভিযোগ।হাসপাতাল পরিদর্শনে গেলেন জলপাইগুড়ি তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা বিধায়ক খগেশ্বর রায়।
মঙ্গলবার হাসপাতালের পরিষেবা ঠিকঠাক রয়েছে কিনা এবং সঠিক ভাবে ভ্যাক্সিনেশন হচ্ছে কিনা তা খতিয়ে দেখেন বিধায়ক। গতকাল করোনার ভ্যাকসিন নিয়ে অনিয়ম ও স্বজনপোষণের অভিযোগ উঠে সেখানে কর্মরত এক ডাক্তারের বিরুদ্ধে।বিষয়টি নিয়ে এদিন বিএমওএইচ নিয়াজ আহম্মেদের সাথে কথা বলেন বিধায়ক।
খগেশ্বর রায় বলেন, গতকাল এই গ্রামীণ হাসপাতালের বিরুদ্ধে ভ্যাকসিনের অনিয়ম ও স্বজনপোষনের অভিযোগ ওঠে। তাই সেই বিষয় নিয়ে বিএমওএইচ এর সাথে আলোচনা করা হল অভিযুক্ত ডাক্তারের বিরুদ্ধে লিখিত ভাবে উপযুক্ত ব্যবস্থা গ্রহন করতে বলা হয়। বিষয়টি নিয়ে সিএমওএইচ এর সাথে ও কথা বলা হয়েছে।