ট্রাকের দরজায় ঝুলছে ব্যবহৃত পিপিই কিট। আতঙ্কে গাড়ি চালক
রাজগঞ্জ, ১৯ মে: ট্রাকের দরজায় ঝুলছে ব্যবহৃত পিপিই কিট। আতঙ্কে গাড়ি চালাতে পারছেন না চালক। পণ্য নিয়ে যাওয়ার জন্য বরাত পেলেও গাড়ি নিয়ে যেতে পারছেন না। এমন ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রাজগঞ্জের ফুলবাড়িতে।
গাড়ির মালিক রবিউল হক বলেন, খালি গাড়িটি ফুলবাড়ির এক বেসরকারি হাসপাতালের পাশে এশিয়ান হাইওয়ে ২ তে দাঁড় করিয়ে রেখেছেন। হঠাৎ তার নজরে পড়ে ট্রাকের ক্যাবিনের দরজায় একটি পিপিই কিট ঝুলছে। তিনি বলেন, পণ্য নিয়ে যাওয়ার জন্য গাড়ি ভাড়া হয়েছে। কিন্তু ভয়ে গাড়ি নিয়ে যেতে পারছেন না।