করণা মহামারীর মধ্যে রাজগঞ্জ ব্লকের বেলাকোবা গ্রীনলাভার স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির
গ্রীনলাভার স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার অশোক দাস বলেন এই করণা মহামারীর মধ্যে যেভাবে রক্তের সংকট দেখা দিয়েছে যার জন্যই আমাদের একটা ক্ষুদ্র প্রয়াসl
এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন কৃশানু রুদ্র, উত্তম রায়, মাম্পি সুরঃ ,শ্রেয়া দাস ,রুম্পা মাহাতো,সরস্বতী দাস,ভুবন , ভৌমিক ,অশোক দাস সহ অন্যান্য সদস্যরাl