বৃহস্পতিবার ফের আদালতে শুনানি
নারদ কান্ডে জেলে 3 বিধায়ক তথা মন্ত্রী ও একজন প্রাক্তন বিধায়ক l সিবিআই এর তরফ থেকে আইনজীবী তুষার মেহেতা সহযোগী ওয়াই এস দস্তর অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষে অভিষেক মনু সিংভি সহযোগী সিদ্ধার্থ লুথরা ছিলেনl প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজেশ অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এর পক্ষ থেকে নানা প্রশ্ন ছিল l শেষ পর্যন্ত আগামীকাল অব্দি স্থগিত থাকল শুনানি যা শোনা হবে বৃহস্পতিবার দুপুর দুটোর পরl ফলে আজ ফের জেলে থাকতে হবে ফিরহাদ হাকিম কে এবং হাসপাতালের সুব্রত মুখোপাধ্যায় মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায় কেl