দার্জিলিং মেল বন্ধ হচ্ছে
ব্যুরো রিপোর্ট: সমস্ত লোকাল ট্রেন আগেই বন্ধ হয়েছিল বন্ধ হচ্ছিল প্যাসেঞ্জার ট্রেন গুলি ওlএবার দার্জিলিং মেল বন্ধ হতে চলেছেlদক্ষিণবঙ্গের সাথে উত্তরবঙ্গের পুরনো ট্রেন এই দার্জিলিং মেলlপূর্ব রেলের সূত্রে জানা গিয়েছে প্রথম করনা আবহে দ্বিতীয়ত যাত্রী কমে যাওয়া তে বন্ধ করতে বাধ্য হচ্ছেন রেল কোম্পানি I সমস্ত রাজ্যের চলছে লকডাউন কাপড় বা মিষ্টির দোকান খোলা কিন্তু মূল বাজার দশটার মধ্যে বন্ধ হয়ে গেলে পশ্চিমবাংলার মানুষ নিজেকে ঘরবন্দী করেছে ফলে বাইরের কাজে বা বেড়াতে যাওয়ার প্রশ্নই নেই আস্তে আস্তে বন্ধ হতে পারে বাকি উত্তরবঙ্গগামী যানবাহনl