সাতসকালে জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ল একটি হরিণ।
ধুপগুড়ি: সাতসকালে জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ল একটি হরিণ। ঘটনাটি ঘটেছে ধুপগুড়ি শালবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের এলাকায়। বুধবার সকালে স্থানীয় বাসিন্দারা হরিণটিকে লোকালয়ে ঘোরাঘুরি করতে দেখে। হরিনটিকে ধরে একটি গোয়ালঘরে আটকে রেখে বনদপ্তরকে খবর দেওয়া হয়। বনকর্মীরা আসার আগেই হরিণটি গোয়াল ঘর থেকে পালিয়ে যায়। শেষে বনকর্মী ও গ্রামবাসীরা একসাথে হরিণ খুঁজতে বেরোন। শেষমেষ হরিণটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এটিকে উদ্ধার করে বিন্নাগুড়ি ওয়াইল্ডলাইফ স্কোয়াডে নিয়ে যাওয়া হয়েছে। মনে করা হচ্ছে পার্শ্ববর্তী জঙ্গল থেকে হরিণটি বেরিয়ে লোকালয়ে চলে এসেছিল। নিউজ বুরোর রিপোর্ট, নিউজ বেঙ্গল