মেটেলি ব্লকের বাতাবাড়ি ফার্ম বাজার সংলগ্ন খরিয়ার বন্দর জঙ্গলের পাশে পশ্চিম পাড়া এলাকায় চিতা বাঘের আতঙ্ক
মেটলি 19 মে: মেটেলি ব্লকের বাতাবাড়ি ফার্ম বাজার সংলগ্ন খরিয়ার বন্দর জঙ্গলের পাশে পশ্চিম পাড়া এলাকায় চিতা বাঘের আতঙ্ক তৈরি হয়েছে।দু'দিন আগে এলাকার একটি গরুকে মেরে ফেলে চিতাবাঘ। এলাকাবাসীর বক্তব্য, রাতে বেশ কয়েকটি বাড়িতে ঢুকে যাচ্ছে চিতাবাঘ।ফলে ওই এলাকায় রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে।পশ্চিমপাড়া এলাকাটি খরিয়ার বন্দর জঙ্গলের পাশেই।জঙ্গলের পাশে রয়েছে ছোট চা বাগান।জানা গেছে,জঙ্গল থেকে চিতাবাঘ বেরিয়ে আশ্রয় নিচ্ছে ওই চা বাগানে।সেই চাবাগান থেকেই রাতে আশপাশের বাড়িতে চলে আসছে চিতাবাঘ।এলাকার বাসিন্দারা বলেন,বেশ কয়েকটি চিতা বাঘ ঘুরে বেড়াচ্ছে।দিন দুয়েক আগে জঙ্গলের পাশে খালি জমিতে বাঁধা একটি গরুকে তুলে নিয়ে যায় চিতাবাঘ।পরে গরুটিকে জঙ্গলের পাশে মৃত অবস্থায় পাওয়া যায়।রাতে বাড়িতে ঢুকে যাচ্ছে চিতাবাঘ।খুব আতঙ্কে থাকতে হচ্ছে।বনদপ্তর থেকে চিতাবাঘ ধরতে খাঁচা বসানোর দাবি জানিয়েছেন বাসিন্দারা।