রাজগঞ্জ ব্লকের শিকারপুর হাট সকাল দশটার পরে চলছে lমানছেনা সরকারি বিধি নিষেধ,প্রশাসনের নেই কোনো ভ্রুক্ষেপ



রাজগঞ্জ : রাজগঞ্জ ব্লকের সবথেকে বড় সাপ্তাহিক শিকারপুর হাট,চলে শনিবার এবং বুধবার সরকারী বিধি নিষেধ অনুযায়ী সমস্ত হাট বাজার সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত চলার কথাl
কিন্তু রাজগঞ্জ ব্লকের সাপ্তাহিক শিকারপুর হাট সকাল থেকেই যেমন ছিল উপচে পড়া ভিড়,সকাল থেকেই চলছিল রমরমিয়ে কেনাবেচাl
সরকারি বিধি নিষেধ অনুযায়ী রাজগঞ্জ ব্লকের শিকারপুর হাট হাট সকাল 7 টা থেকে 10 টা পর্যন্ত চলার কথা কিন্তু সকাল 10 টার পরেও দেখা গেল বিভিন্ন সবজির দোকান মুদির দোকান খোলা l
 প্রশাসন বারবার সচেতনতা দিলেও দোকানদাররা মানছেনা করণা বিধি নিষেধ অনেকের মুখে নেই মাস্ক ,নেই সামাজিক দূরত্ব এভাবেই চলছে কেনাবেচাl
সকাল 10 টার পরেও শিকারপুর হাটের দোকানগুলো খোলা থাকলেও স্থানীয় পুলিশ প্রশাসনের নেই কোনো তৎপরতা ও ভ্রুক্ষেপ I

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন