জলপাইগুড়ির একটি স্বেচ্ছাসেবী সংগঠন।জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে স্মারকালিপি


জলপাইগুড়ি:- করোনা টীকা নিয়ে এর আগে আমজনতার মুখে শোনা গিয়েছে নানা অভিযোগ।এবার টীকা না পাওয়ার অভিযোগ তুলল জলপাইগুড়ির একটি স্বেচ্ছাসেবী সংগঠন।জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে স্মারকালিপি দিয়ে আগামী ৩১মে' র মধ্যে তারা টীকাকরণের দাবি জানায়।নাহলে ১জুন থেকে তাদের স্বেচ্ছাসেবকের কাজ বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে ওই সংগঠন।আজ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে তারা একটি স্মারকালিপি জমা দেন।পাশাপাশি জনস্বাস্থ্য বিভাগের ওএসডি(উত্তরবঙ্গ)সুশান্ত রায় এবং ডেপুটি সিএমওএইচ ৩ শংকরলাল ঘোষের সঙ্গে কথাও বলেন।
এদিকে এই বিষয়ে ওএসডি সুশান্ত রায় জানিয়েছেন,
নিয়ম অনুযায়ী জেলাশাসকের দফতর থেকে অনুমতি নিয়ে এলেই কোভিড ভলান্টিয়াররা টীকা পাবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন