প্রায় ২৪ঘন্টা নিখোঁজ থাকার পর উদ্ধার হলেন করোনা আক্রান্ত ব্যক্তি।
জলপাইগুড়ি:-
প্রায় ২৪ঘন্টা নিখোঁজ থাকার পর উদ্ধার হলেন করোনা আক্রান্ত ব্যক্তি।তিনি সোমবার বিকেলে
জলপাইগুড়ি বিশ্ববঙ্গ ক্রীড়াঙ্গনে অবস্থিত কোভিড হাসপাতাল থেকে নিখোঁজ হয়েছিলেন।
জানা গিয়েছে নিখোঁজ ব্যক্তির নাম অপ্রতীম ঝাঁ।তিনি জলপাইগুড়ির রাজগঞ্জের বাসিন্দা।করোনা আক্রান্ত হয়ে রাজগঞ্জের একটি সেফ হোমে চিকিৎসাধীন ছিলেন।কিছু মানসিক ও শারীরিক সমস্যা দেখা দেওয়ায় সোমবার সকালে তাকে জলপাইগুড়ি কোভিড হাসপাতালে নিয়ে আসা হয়।জানা গিয়েছে,গতকাল বিকেল ৪:৩০ নাগাদ তিনি হাসপাতাল থেকে নিখোজ হন।কিন্তু হাসপাতাল থেকে কয়েকঘন্টা পর পরিবারকে সেই খবর জানানো হয়।কোতোয়ালি থানায় একটি মিসিং ডায়েরিও করা হয় হাসপাতালের তরফে।কিন্তু পুলিশ তাকে উদ্ধার করতে পারেনি।এদিকে নিখোঁজের স্ত্রী ফেসবুকে নিখোঁজ স্বামীর ছবি দিয়ে স্ট্যাটাস দেন।তার বন্ধুরাও জলপাইগুড়ি এসে দু-দলে বিভক্ত হয়ে নিজেরাই তল্লাশি শুরু করে।
একটি স্বেচ্ছেসবী সংগঠনের সদস্যরাও তাদের সাহায্য করে।
এরমধ্যেই সিএনও এই খবর সম্প্রচারিত হয়।
এরপরেই স্থানীয় বিভিন্ন লোক মারফত জানা যায়,
জলপাইগুড়ি শহরে বিভিন্ন জায়গায় ওই ব্যক্তিকে দেখা গিয়েছে।এরপর বিকেলে ইন্দিরাকলোনী বাজারে তাকে বিদ্ধস্ত অবস্থায় পাওয়া যায়।বন্ধুরা ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা গিয়ে তাকে উদ্ধার করে কোভিড হাসপাতালে নিয়ে আসে।যদিও আর তাকে কোভিড হাসপাতালে রাখতে নারাজ পরিবারের লোক ও বন্ধুরা।তাদের বক্তব্য,এখানে সেরকম কোনো চিকিৎসা ব্যবস্থাও নেই, পাশাপাশি নিরাপত্তাও নেই।তাই এখানে তারা আর রাখবেন না।নিখোঁজ ব্যক্তির বন্ধু এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা গাফলতির দায় চাপিয়েছেন হাসপাতাল কতৃপক্ষের ওপর।পাশাপাশি তাদের অভিযোগ পুলিশের দিকেও।কারণ ২৪ঘন্টার মধ্যে তাকে শহরের মধ্যে থেকে খুজে বার করতে পারেনি পুলিশ।অথচ বন্ধুরা তাকে উদ্ধার করতে সমর্থ হলেন।বনসই করে তাকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন বন্ধুরা।