করোনা মহামারী থেকে জনসাধারণকে সচেতন করতে বন্ধন কোন্নগরের পক্ষ থেকে সচেতনতা শিবির রসাখোয়াতে



ধর্মেন সিংহ, করণদিঘী: করোনা মহামারীর প্রতিরোধে ও করোনা ভাইরাস থেকে নিজেকে কীভাবে সুস্থ রাখা যায়,তারই জন্য এলাকার সকল জনসাধারণকে সচেতন করতে বন্ধন কোন্নগরের পক্ষ থেকে মঙ্গলবার সকাল থেকেই জনস্বার্থে প্রচার করা হয় করণদিঘি থানার অন্তর্গত রসাখোয়াতে। এদিন রসাখোয়ার পথচলতি সাধারন মানুষদের হাতে ও রাসাখোয়া মার্কেটের প্রতিটি দোকানির হাতে হাতে হ্যান্ডবিল দেওয়া হয়। টুঙ্গিদিঘী ও রসাখোয়া শাখার ম্যানেজার তাপস মহন্ত জানিয়েছেন, করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে , করোনা থেকে সাধারণ মানুষকে সচেতন করতে ও কিভাবে নিজেকে সুস্থ রাখা যায় এবং করোনার উপসর্গ গুলি চিহ্নিত করে বন্ধন কোন্নগর এর পক্ষ থেকে করণদিঘির বিভিন্ন এলাকায় ক্যাম্পেনিং করে জনসাধারণকে সচেতন করাই বন্ধনের উদ্দেশ্য।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন