বিধায়ক গৌতম পালের উদ্যোগে ডালখোলা স্বাস্থ্যকেন্দ্রে শুরু হল ভ্যাকসিন প্রদান
ধর্মেন সিংহ, উত্তর দিনাজপুর: করণদিঘির তৃণমূল বিধায়ক গৌতম পালের উদ্যোগে শুক্রবার থেকে ডালখোলা স্বাস্থ্যকেন্দ্রে করোনা ভ্যাকসিন দেওয়া শুরু হল। ডালখোলা এলাকার হকার থেকে শুরু করে সর্ব স্তরের মানুষ ভ্যাকসিন নিতে পালবেন ডালখোলার স্বাস্থ্যকেন্দ্রে। ডালখোলা বাসীর সুবিধার্থে করনদিঘির বিধায়ক গৌতম পাল ভ্যাকসিন প্রদান কর্মসূচির উদ্বোধন করেন শুক্রবার। এদিন ডালখোলা স্বাস্থ্যকেন্দ্রে মোট 200 করোনা ভ্যাকসিন নিয়েছে বলে জানাল বিধায়ক গৌতম পাল। এছাড়াও তিনি জানিয়েছেন, শীঘ্রই ডালখোলায় সোয়াব টেষ্ট টিং সেন্টার চালু করা হবে। উপস্থিত ছিলেন করণদিঘির বিধায়ক গৌতম পাল, ডালখোলার পৌর প্রশাসক সুভাষ গোস্বামী সহ অন্যান্যরা।