জলপাইগুড়ি সাংসদ , বিজেপি জেলা সভাপতি বেলাকোবার মেয়ে উচ্চমাধ্যমি পরীক্ষায় জেলায় প্রথম সাক্ষী হানসারিয়া কে সংবর্ধনা দিলেন UN





 বেলাকোবা  12 জুলাই : রবিবার বেলাকোবায়  সংবর্ধনা দিলেন  সাক্ষী হানসারিয়া কে  98% নাম্বার পেয়ে উচ্চমাধ্যমিকে আইসিএসি বোর্ডের  জলপাইগুড়ি জেলায় মহিলাদের মধ্যে প্রথম স্থান অধিকার করে  বেলাকোবা তরুণী সাক্ষী হানসারিয়া ।  উত্তর বাংলার নিউজ এর খবরের জেরে  সংবর্ধনা দিতে আসেন  জলপাইগুড়ি জেলার সাংসদ জয়ন্ত কুমার রায়,  বিজেপি জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী ।
 সাংসদ জয়ন্ত কুমার জানান  সাক্ষী হানসারিয়া দেশের ভবিষ্যৎ  সে ডাক্তার হতে চায়  ভবিষ্যতে  সে দেশের মুখ উজ্জ্বল করুক এটাই আমি চাই ।


 এই সংবর্ধনায় উপস্থিত ছিলেন  জলপাইগুড়ি জেলা সাধারণ সম্পাদক জয়ন্ত  চক্রবর্তী  .
,সম্পাদক তপন রায়  ,জলপাইগুড়ি কিষাণ মোর্চা সভাপতি নকুল দাস  উত্তর মন্ডলের সভাপতি  অনিল বর্মন, সহ সভাপতি তপন রায় ,   সম্পাদক সঞ্জয় ঘোষ  ,বাপি চক্রবর্তী  অন্যান্য নেতৃবৃন্দ 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন