তৃণমূল কংগ্রেসের আদিবাসী জেলা কমিটি গঠন
উত্তর দিনাজপুর :২১ এর বিধানসভা নির্বাচনের ভোটকে পাখির চোঁখ করে ঘর গোছাতে শুরু করেছে রাজনৈতিক মহল। উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস আদিবাসী সম্প্রদায়ের ভোট তৃণমূল কংগ্রেসের ঝুলিতে নিয়ে আসার জন্য উত্তর দিনাজপুর জেলার সমস্ত বিধানসভা থেকে আদিবাসী সম্প্রদায়ের মোট ১৯ জনের কমিটি গঠন করেছে। কমেটির জেলা সভাপতি করা হয়েছে করনদিঘী পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তথা স্যামূয়েল মার্ডীকে। এবারও দল অনেকটাই সফল হবে আশা করেন নব নির্বাচিত সভাপতি তথা উত্তর দিনাজপুর রাজনৈতিক মহল। আজ তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল জেলার সমস্ত ব্লক থেকে ১৯ জনের কমিটির নাম ঘোষনা করেন। করনদিঘী ব্লক থেকে জেলা সভাপতি হয়েছেন স্যামূয়েল মার্ডী, রায়গঞ্জ ব্লক থেকে স্বপন মুর্মু হয়ছেন সম্পাদক। স্যামূয়েল মার্ডী জানিয়েছেন, দল আমাকে জেলা আদিবাসী তৃণমূল কংগ্রেস কমিটি সভাপতি করে আস্থা রেখেছেন , ধন্যবাদ জানাই সকলকে। এছাড়া আগামীতে মাননীয়া মুখ্যমন্ত্রীর উন্নয়নের বার্তা প্রতিটি আদিবাসী সম্প্রদায়ের কাছে পৌছে দলে সামিল করার আশ্বাস দিয়েছেন তিনি ।