ভারত সরকার ডিজিটাল স্ট্রাইক চালিয়ে ৪০টি ওয়েবসাইট নিষিদ্ধ করল


নয়াদিল্লি: ফের কেন্দ্রের ডিজিটাল স্ট্রাইক। দেশে নিষিদ্ধ হল মোট ৪০টি ওয়েবসাইট। তবে এর সঙ্গে চিনের কোনও সম্পর্ক নেই বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারতে ব্যবহার করা যাবে না ‘শিখ ফর জাস্টিস’ নামে খালিস্তানপন্থী গ্রুপের মোট ৪০টি ওয়েবসাইট। বিচ্ছিন্নতাবাদীদের যোগ্য জবাব দিতেই কেন্দ্রের এই সিদ্ধান্ত বলে মনে করছেন অনেকে।
২০০৭ সালে তৈরি হয় ‘শিখ ফর জাস্টিস’ নামে এই গ্রুপ। মার্কিন মুলুকে থাকা শিখদের এই গ্রুপ স্বাধীনতার দাবি তুলে ভারত থেকে পঞ্জাবকে পৃথক করতে উসকানি দিয়ে থাকে। সেই কারণেই এর ৪০টি ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হল। 

স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র বলেন, ‘বেআইনি কার্যকলাপ সুরক্ষা আইন অনুযায়ী শিখ ফর জাস্টিস একটি বেআইনি সংগঠন। এরা সমর্থক জোগাড় করতে নানা ধরনের প্রচার চালায়। সেই কারণেই তথ্যপ্রযুক্তি আইন, ২০০০-এর ৬৩ এ নম্বর ধারায় এদের ৪০টি ওয়েবসাইট ব্লক করে দেওয়া হল। স্বরাষ্ট্রমন্ত্রক এবং বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের যৌথ সুপারিশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন