রাজগঞ্জ শিকারপুর গ্রাম পঞ্চায়েতে কিষান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেস উদ্যোগে পুলিশকর্মী সিভিক ভলেন্টিয়ার দের স্যানিটাইজার ও মাক্স বিতরন
বেলোকোবা, 1 জুলাই: কিষাণ-ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের রাজগঞ্জ ব্লক কমিটির পক্ষ থেকে করোনা যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হল।
বুধবার রাজগঞ্জ শিকারপুর গ্রাম পঞ্চায়েতে কিষান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেস উদ্যোগে পুলিশকর্মী সিভিক ভলেন্টিয়ার দের স্যানিটাইজার ও মাক্স তুলে দেন সংগঠনের রাজগঞ্জ ব্লকের সভাপতি তথা জলপাইগুড়ি জেলা পরিষদের কো-মেন্টর অহিদার রহমান
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজগঞ্জ ব্লক সভাপতি লক্ষ্যমোহন রায়,শিকারপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অমলেন্দু ভৌমিক, সহ অন্যান্যরা।।