বেলাকোবা বিবেকানন্দ কলোনিতে হরি জন কর্মী স্বাস্থ্যকর্মী এক্স আর্মিদের সংবর্ধনা এবং প্রধানমন্ত্রী চিঠি বিলি
বেলাকোবা 12 জুলাই : রবিবার বেলাকোবায় সাফাই ওয়ালা স্বাস্থ্যকর্মী এক্স আর্মি দের করোনা যোদ্ধা হিসেবে সংবর্ধনা দিলেন জলপাইগুড়ি জেলার সাংসদ জয়ন্ত কুমার রায়, বিজেপি জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী ।
এই সংবর্ধনার পাশাপাশি প্রধানমন্ত্রীর চিঠি বিলি করলেন বিবেকানন্দ কলোনির বিভিন্ন এলাকায়।
সাংসদ জয়ন্ত কুমার রায় এবং বাপি গোস্বামী সংবাদমাধ্যমকে জানান করোনা পরিস্থিতিতে যেভাবে স্বাস্থ্যকর্মী নিজের পরিবারের কথা না ভেবে মানুষের সেবা করে চলেছে । তেমনি হরিজনরা পরিবেশকে পরিষ্কার রাখছে ।
আর একদিকে এই করোনার মহামারির পরিস্থিতিতে দেশের জন্য যুদ্ধ করে চলছে।
এই সংবর্ধনায় উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা সাধারণ সম্পাদক জয়ন্ত চক্রবর্তী .
,সম্পাদক তপন রায় ,জলপাইগুড়ি কিষাণ মোর্চা সভাপতি নকুল দাস উত্তর মন্ডলের সভাপতি অনিল বর্মন, সহ সভাপতি তপন রায় , সম্পাদক সঞ্জয় ঘোষ ,বাপি চক্রবর্তী অন্যান্য নেতৃবৃন্দ