মারা গেলেন দোমহনা গ্রাম পঞ্চায়েত প্রধান আশরাফুল হক
ধর্মেন সিংহ, করনদিঘী :* উত্তর দিনাজপুর জেলার করনদিঘী ব্লকের দোমহনা গ্রাম পঞ্চায়েত এর প্রধান আশরাফুল হক (৫৫) দশ দিন থেকে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন । স্থানীয় সূত্রে জানাযায়, হার্টের সমস্যায় ভুগছিলেন তিনি । গতকাল চিকিৎসার জন্য শিলিগুড়ি নিয়ে যাওয়ার পথেই রাত ১০টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । শোকের ছায়া নেমে আসে রাজনৈতিক মহল তথা এলাকায় , শোকাহত সকলেই। দোমহানা গ্রাম পঞ্চায়েত এলাকার ভুলকি মধ্য পাড়ার বাসিন্দা আশরাফুল হক। আজ সকাল ৮ টার সময় শেষ কৃত্য সম্পন্ন করা হয় নিজ গ্রামের কবরস্থানে। শেষ শ্রদ্ধা জানাতে হাজির ছিলেন দলের বিশিষ্ট নেতা নেত্রী ও এলাকার মানুষজন। দশ বছরের রাজনৈতিক জীবনে প্রভাবশালী ব্যক্তি ছিলেন বলে জানাযায় । তিনি দ্বিতীয়বার তৃণমূল কংগ্রেসে জয় লাভ করে পঞ্চায়েত প্রধান হয়েছিলেন। এলাকায় তিনি একজন জনদরদি সমাজ সেবক হিসেবেও সকলের কাছে পরিচিত ছিলেন।