জামিন পাওয়ার পর ফুলের মালা দিয়ে সংবর্ধনা প্রকাশ সরকার কে
ধুপগুড়ি, 28শে জুলাই : ফেইসবুকে পোস্ট নিয়ে সদ্য বিজেপিতে আসা ঝার আলতা 1 নং গ্রামের ধুপগুরি পশ্চিম মণ্ডলের বিজেপি কর্মী প্রকাশ সরকারকে 22শে জুলাই গ্রেপ্তার করে পুলিশ । গতকাল তার জামিন হয়,ওই মণ্ডলের নেতা কর্মীরা তাকে ফুলের মালা দিয়ে সংবর্ধনা দিয়ে বাড়ি পৌঁছে দেন সকল বিজেপির নেতা নেতৃত্ব ও ধুপগুড়ি কিষান মোর্চার সভাপতি গোলোক সরকার ।
ধুপগুড়ি কিষান মোর্চার সভাপতি গোলোক সরকার সংবাদমাধ্যমকে জানান তৃণমূলের পুলিশ যেভাবে আমাদের বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে হেনস্তা করছে তার জবাব 2021 এর ভোটে জনগণ দেখিয়ে দিবে তার বদলও হবে বদলাও হবে ।