করনদিঘী ও ডালখোলার বিদ্যুত বন্টন অফিসে বিজেপির অবস্থান বিক্ষোভ সহ স্মারকলিপি প্রদান
নিজস্ব সংবাদদাতা, ধর্মের সিংহ, উত্তর দিনাজপুর : উত্তর দিনাজপুর জেলার করনদিঘী বিধানসভার বিজেপি নেতৃত্ব ও কর্মী সমর্থকরা চারদফা দাবির ভিত্তিতে করনদিঘী ও ডালখোলা বিদ্যুত বন্টন অফিসে বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি প্রদান করলো শুক্রবার ।
করনদিঘিতে ছিলেন জেলার সহ-সভাপতি নিখিল চন্দ্র সরকার, বিধানসভার সংযোজক সত্যনারায়ণ সিংহ, ১৪ A,B ও ১৫ A,B মন্ডলের সভাপতি, সম্পাদকগন , আই টি সেল দীপঙ্কর দাস, সুরঞ্জন কুন্ডু এছাড়াও বিশিষ্ট কার্যকর্তা সহ কর্মিসমর্থকরা পাশাপাশি অন্যদিকে ডালখোলা ডেপুটেশন হাজির ছিলেন- ডালখোলা শহর মন্ডলের সভাপতি হরিমোহন মজুমদার,১৩ নং মন্ডলের সাধারণ সম্পাদক জয়ন্ত নাগ সহ অন্যান্য নেতৃত্ব সহ কর্মীসমর্থকগন ।