সারদামণি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের গীতাঞ্জলি দেবনাথ কে সংবর্ধনা দিলেন বিধায়ক
সারদামণি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের গীতাঞ্জলি দেবনাথ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 480 নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে তাকে সংবর্ধনা দিলেন বিধায়ক খগেশ্বর রায় সাথে ছিলেন জয়েন্ট বিডিও রাজগঞ্জ , লক্ষ মোহন রায় ,মণীন্দ্র রায় ,দীপঙ্কর রায় থেকে শুরু করে আরো অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এরপর সারিয়াম যশোধর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের 452 নাম্বার প্রাপ্ত প্রথম স্থান অধিকারী সোনিয়া বিশ্বাসকে এবং ওই স্কুলের মাধ্যমিক পরীক্ষায় ,622 নাম্বার প্রাপ্ত প্রথম স্থান অধিকারী সমাদৃতা দেবনাথকে তাদের বাড়িতে গিয়ে সম্বর্ধনা দিয়ে আসেন বিধায়ক খগেশ্বর রায় ।