রাজগঞ্জে বাবুপাড়া র কনটেইনমেন্ট জোনে পুলিশের উদ্যোগে আজ বিকেলে খাদ্যদ্রব্য বিতরণ
রাজগঞ্জ , ২১ জুন:- রাজগঞ্জে বাবুপাড়া র কনটেইনমেন্ট জোনে পুলিশের উদ্যোগে আজ বিকেলে খাদ্যদ্রব্য বিতরণ করা হলো, মাক্স দেয়া হল স্থানীয় বাসিন্দাদের । এই বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিডিও এন সি শেরপা,সদর সি আই দীপো জ্বল ভৌমিক রাজগঞ্জ থানার ওসি কে লামা,lস্থানীয় সুখানি গ্রাম পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সদস্য ছাড়াও রাজগঞ্জ থানার পুলিশ কর্মীরা । পুলিশের উদ্যোগে স্থানীয় এলাকায় করোনা সচেতনতায় প্রচার করা হলো।