*খবরের জেরে মদের আসর থেকে বেলাকোবা বাজারে তিন জনকে আটক করল পুলিশ*
বেলাকোবা 22 জুন : বোলাকোবা বাজারের আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং বিল্ডিংয়ে মদের আসর থেকে তিনজনকে আটক করল বেলাকোবা পুলিশ ফাঁড়ির ওসি।
পুলিশ সূত্রে জানা গেছে লকডাউন পিরিয়ডে আনলক ওয়ান সময় লকডাউন আইন ভঙ্গ ও মদের আসর 280 ধারায় কেস দেওয়া হয়েছে।
বেলাকোবা পুলিশ ফাঁড়ির ওসি সংবাদমাধ্যমকে জানান সংবাদ মাধ্যমের জেরে নজরদারি রাখছিল সেই এলাকায় । সেই সময় তাদের নজরে আসে রাতের আধারে তিনজন ব্যক্তি মদের আসর বসিয়েছে সেখান থেকেই বিশাল পুলিশ বাহিনী নিয়ে তাদেরকে আটক করা হয় ,280 ধারায় কেস দেওয়া হয়েছে । তারা পেশায় চা পাতার ব্যবসায়ী ।