কমিটি গঠন


বেলাকোবা:- ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল আসন্ন বিধানসভা নির্বাচনের কর্মসূচি ঘোষণা করেছে। ভারতীয় জনতা পার্টি ও এই কর্মকাণ্ড থেকে পিছিয়ে নেই। সোমবার তালমা বাজারে অস্থায়ী মন্ডল কার্যালয়ে ভারতীয় জনতা পার্টির রাজগঞ্জ পূর্ব মন্ডল এর শাখা সংগঠনগুলির মন্ডল সভাপতি দের নাম সর্বসম্মতি রূপে ঘোষণা করলেন সভাপতি হরিমোহন মন্ডল। মন্ডল সভাপতি হরি বাবু জানান, বিজেপি রাজগঞ্জ বিধানসভা ইতিমধ্যেই তার রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করে দিয়েছে আমরা আজ পূর্ব মণ্ডল  কোর কমিটি সদস্যরা সর্বসম্মতিক্রমে আমাদের শাখা সংগঠন গুলির মন্ডল সভাপতির নাম ঘোষণা করলাম। তিনি আরো বলেন, ঘোষিত তালিকা অনুযায়ী মহিলা মোর্চার সভানেত্রী পূর্ণ লক্ষ্মী দাস সরকার, সংখ্যালঘু মোর্চা দায়িত্বে শামীম আখতার, যুব মোর্চার দায়িত্বে তাপস দে সরকার, ওবিসি মোর্চার দায়িত্বে সুমন্ত পাল, এসটি মোর্চার দায়িত্ব নিরেন রায়, এসটি মোর্চার সহদেব মাঝি, কিষান মোর্চার দায়িত্বে ননী গোপাল রায় প্রমূখ কে শাখা সংগঠন এর মধ্য দিয়ে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার  দায়িত্ব বন্টন করা হলো। সাংবাদিকদের একটি প্রশ্নের উত্তরে তিনি জানান আগামী বিধানসভা নির্বাচনে রাজগঞ্জ বিধানসভা থেকে বিজেপি বিধায়ক হতে চলেছে এটা নিশ্চিতভাবে দাবি করছি, আমরা একশভাগ আশা করি সারা পশ্চিমবঙ্গ জুড়ে২০০টি আসন বিজেপি পাবে,তৃণমূল যেভাবে দুর্নীতি এবং ঠকবাজির রাজনীতি করছে তা সাধারন মানুষ সহজে মেনে নেবে না, চোরের দল তৃণমূল মানুষকে ঠকিয়ে পার পাবে না।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন