*বেলাকোবা তে রথযাত্রার উৎসবে নিয়ম মেনে পুজো ভোগ হলেও, হবেনা সুসজ্জিত রথপরিক্রমা বসবে না রথযাত্রা উপলক্ষে মেলা*
বেলাকোবা 22 জুন: মঙ্গলবার বেলাকোবা তে রথযাত্রার উৎসবে নিয়ম মেনে পুজো ভোগ হলেও হবেনা সুসজ্জিত রথপরিক্রমা বসবে না রথযাত্রা উপলক্ষে মেলা।
বেলিকবা স্টেশন কলোনিতে অবস্থিত শ্রী শ্রী জগন্নাথ বলরাম সুভদ্রা কে সঙ্গে নিয়ে সুসজ্জিত একটি রথ বেলাকোবা এলাকা পরিক্রমা করতো একইসঙ্গে বিবেকানন্দ কলোনি মন্দির থেকে আরেকটি সুসজ্জিত রথ বেলাকোবার বিভিন্ন রাস্তায় পরিক্রমা করত, এই উপলক্ষে বিবেকানন্দ কলোনিতে বিরাট রথের মেলা মেলাতে কোচবিহার আলিপুরদুয়ার ফালাকাটা ময়নাগুড়ি ধুপগুড়ি জলপাইগুড়ি বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন পসার নিয়ে উপস্থিত হতেন দোকানদাররা ।থাকতো নাগরদোলা টয়ট্রেন প্রমুখ থাকতো বাচ্চাদের মনোরঞ্জনের জন্য ।বিভিন্ন মুখরোচক খাবারের দোকান। পাওয়া যেত সংসারের প্রয়োজনীয় যাবতীয় সামগ্রী। তালমা ফাটাপুকুর রাজগঞ্জ 12 পটিয়া গেট বাজারবটতলা প্রমুখ বিভিন্ন এলাকার গ্রাম গঞ্জের মানুষ একদিকে পুজো দেখতে অপরদিকে মেলায় অংশগ্রহণ করতে উপচে পড়তেন ।মেলা না হওয়াতে মন খারাপ এলাকাবাসীদের। তালমা নিবাসী টুম্পা দাস স্টেশন কলোনি প্রদীপ সরকার সোমা ঘোষদের বক্তব্য মেলা না হওয়ার জন্য খুবই মন খারাপ বছর ধরে বসে থাকেন এই দিনটির জন্য।
বিবেকানন্দ মন্দির কমিটির সদস্য অজিত কুমার রায় বলেন 38 তম রথযাত্রা উপলক্ষে মেলা করোনা ও আনলক ওয়ান এর কারণে এবার নেই রথযাত্রার পরিক্রমা ও মেলা ,কেবল পুজো ও ভোগ দিয়েই সারা হবে।
স্টেশন কলোনী রথযাত্রার উৎসব কমিটির সদস্যা গৌরী মজুমদার অরুনা লাহিড়ী ঝরনা ভদ্র ভারতী শীল সুমিত্রা জোয়াদ্দার প্রমুখদের বক্তব্য শুধুমাত্র মন্দিরে পূজার্চনা করে সামাজিক দূরত্ব মেনেই রথযাত্রার নিয়ম রক্ষা করা হবে।