রাজ্য ,জেলার নেতা ও সাংসদের সংবর্ধনা দিলেন ভারতীয় জনতা পার্টির রাজগঞ্জ উত্তর মন্ডল
বেলাকোবা: রাজগঞ্জ ভারতীয় জনতা পার্টির উত্তর মন্ডল পক্ষ থেকে বেলাকোবার বটতলা পার্টি অফিসে সামাজিক দূরত্ব বজায় রেখে রাজ্য সাধারন সম্পাদক রথীন্দ্রনাথ বোস, জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বমি, জলপাইগুড়ি কিষান মোর্চার সভাপতি নকুল দাস, জলপাইগুড়ি সাংসদ ড: জয়ন্ত কুমার রায় , বালুরঘাট সাংসদ ড: সুকান্ত কুমার মজুমদারকে ফুলের মালা ,পুষ্পস্তবক , উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানালেন । তার সাথে মিষ্টিমুখ করালেন।
এই সভায় উপস্থিত ছিলেন উত্তর মন্ডলের সভাপতি অনিল বর্মন ,সহ-সভাপতি - তপন রায়, বিলাস বর্মন ,উত্তম রায় সাধারণ সম্পাদক - সিদ্ধেশ্বর রায় , সঞ্জয় কুমার ঘোষ
সম্পাদক - বাপি চক্রবর্তী ,ভুপেন রায় ,অনুপ ওরাও, জিতেন রায় সিরেন রায়, শ্যামল রায় চৌধুরী