রাজগঞ্জ ভারতীয় জনতা পার্টির প্রথম বৈঠক এবং সংবর্ধনা সভা
বেলাকোবা: রাজগঞ্জ ভারতীয় জনতা পার্টির উত্তর মন্ডল প্রথম বৈঠক হলো বেলাকোবার মালিভিটা একটি ক্লাবে । কোর কমিটির সম্পাদক নারায়ণ চক্রবর্তী সভাপতি অনিল বর্মন কে সংবর্ধনা জানালেন এবং মিষ্টিমুখ করালেন। তারপর এই বৈঠকে উত্তর মন্ডলের সভাপতি অনিল বর্মন নিজে হাতে সকল কমিটির সদস্যদের সংবর্ধনা জানালেন । তার সাথে মিষ্টিমুখ করালেন।
এই সভায় উপস্থিত ছিলেন অনিল বর্মন
সহ-সভাপতি - তপন রায়, বিলাস বর্মন ,উত্তম রায় সাধারণ সম্পাদক - সিদ্ধেশ্বর রায় , সঞ্জয় কুমার ঘোষ
সম্পাদক - বাপি চক্রবর্তী ,ভুপেন রায় ,অনুপ ওরাও, জিতেন রায় সিরেন রায়, শ্যামল রায় চৌধুরী