বিজেপি কিষান মোর্চার পক্ষ্য থেকে ছয়দফা দাবি সহ ডেপুটেশন দিল করনদিঘী এডিও অফিসে
নিজস্ব সংবাদদাতা, ধর্মের সিংহ , উত্তর দিনাজপুর : খাদ্যের যোগনদাতা হল কৃষকরা । তার সত্যেও কৃষকরা সময়মতো সুযোগ সুবিধা পাচ্ছে না বলে অভিযোগ । প্রায় ঘটে থাকে কৃষক আত্মহত্যা। আজ উত্তর দিনাজপুর জেলার করনদীঘি ব্লকের ৫টি কিষান মোর্চার মন্ডলের উদ্যোগে ছয় দফা দাবি কৃষির সরঞ্জাম দিতে হবে , সঠিক সময়ে মিনিকেট দিতে হবে , প্রতিটি ব্লকে কোল্ড স্টোরেজ নির্মান করতে হবে , কৃষকদের পণ্যের মূল্য নির্ধারণ করতে হবে , কেন্দ্রিয় সরকারের কিষান সন্মান নিধির টাকা দিতে হবে,কৃষি ক্ষন মুকুব করতে হবে । অন্নদাতা কৃষকদের স্বার্থে করনদিঘী ADO অফিসে উক্ত দাবির ভিত্তিতে ডেপুটেশন দিল বিজেপির কিষান মোর্চা।
উপস্থিত ছিলেন- উত্তর দিনাজপুর জেলার সহ-সভাপতি-নিখিল চন্দ্র সরকার,বিধানসভার- সংযোজক সত্যনারায়ন সিংহ, পর্যবেক্ষক নির্মল দাস,কৃষি বিরোধী দলনেতা সুবোধ মাহাতো,করনদিঘী বিধানসভার ৫টি মন্ডলের সভাপতি সহ অন্যান্য কার্যকর্তারা।