চোলাই মদের বিরুদ্ধে যৌথ অভিযান বেলাকোবা


বেলাকোবা 5  এপ্রিল:   গোপন সূত্রে খবর পেয়ে রবিবার বেলাকোবা পুলিশ  ফাঁড়ির  ,জলপাইগুড়ি  জেলা আবগারি দপ্তর যৌথ অভিযান চালিয়ে 5000 হাজার লিটার চোলাই,  একশো কুড়ি কেজি(120) গুর সহ  সরঞ্জাম বাজেয়াপ্ত এবং নষ্ট করে ।  সংবাদ সংগ্রহ করতে গেলে চলায় কারবারিদের বাধার মুখে  পড়তে হয় সংবাদমাধ্যমকে ।
রবিবার সকালে বেলাকোবা শিকারপুর গ্রাম পঞ্চায়েত নাগপুর চা বাগানে পুলিশ ও আবগারি দপ্তর যৌথভাবে সকাল আটটা থেকে প্রায় আড়াই ঘন্টা অভিযান চালায়।  এই অভিযানে নেতৃত্ব দেন বেলাকোবা পুলিশ ফাঁড়ির ওসি সুব্রত সাহা  জিতেন  সুবা।   আফগানি দপ্তরের ডেপুটি সুপার  (ভক্তিনগর) রামপ্রসাদ হালদার  (এনজিপি ) নওয়াজ লায়েক  । 


  সুব্রত বাবু জানান  গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বড় রকমের সাফল্য পাওয়া গিয়েছে।  যখন লাইসেন্সপ্রাপ্ত সকল মদের দোকান  বন্ধ রয়েছে  তখন এই চা বাগান এলাকায় চোলাইয়ের ব্যবসা হচ্ছিল।  অভিযানে 5 হাজার লিটার চোলাই একশো কুড়ি কেজি গুর তারা নষ্ট করে দিয়েছেন।  সেইসঙ্গে চুলায় তৈরি সরঞ্জাম ভাঙ্গা হয়েছে । যদিও চলাই প্রস্তুতকারীরা  তাদের দেখে পালিয়ে গিয়েছ।  আগেও এই বাগানে অভিযান চালিয়ে তারা চোলাই মদ উদ্ধার করেছিলেন বলে তিনি জানান।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন