পাঁচশ লিটার চোলাই মদ একশো কেজি গুর বাজেয়াপ্ত করল বেলাকোবা ফাঁড়ির পুলিশ
নিজস্ব প্রতিনিধি ,বেলাকোবা, ৩রা এপ্রিল :- আজ দুপুর 12 টায় গোপন সূত্রে খবর পেয়ে বেলাকোবা ফাঁড়ির পুলিশ নাগপুর চা বাগানের অফিস লাইনে প্রচুর চোলাই মদ উদ্ধার করল। বেলাকোবা ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক সুব্রত সাহা জানিয়েছেন, স্থানীয় বাসিন্দারা রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা রায় কাছে এ বিষয়ে অভিযোগ করেন। এলাকাবাসীর অভিযোগ পেয়ে সভাপতি সাহেবা বেলাকোবা ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক কে নির্দেশ দেন উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য। পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে এই নির্দেশ পাওয়ার পর অতি দ্রুত বিশাল পুলিশবাহিনী নিয়ে ফাঁড়ির আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান, পুলিশ দেখে অভিযুক্তরা পালিয়ে যায় কিন্তু সেখান থেকে 500 লিটার চোলাই মদ, 100 কেজি আখের গুড় সহ সময়মতো বানাবার নানারকম উপকরণ বাজেয়াপ্ত করা হয়। দীর্ঘদিন ধরেই ওই এলাকায় এই ধরনের একটি আখড়া তৈরি হয়েছে বলে পুলিশের কাছে খবর ছিল। লকডাউন চলাকালীন সময়ে লাইসেন্সপ্রাপ্ত দোকানগুলো বন্ধ থাকায় বিভিন্ন জায়গায় মদারু দের সমস্যা তৈরি হচ্ছে মদ যোগানের ক্ষেত্রে, সেই সুযোগকে কাজে লাগিয়ে গোপনে এমন চোলাই মদের ভাটি গড়ে উঠেছে। আজ তা ভেঙে দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গেল, মানুষ যাতে বিপথে পরিচালিত না হয় এজন্য তাদের এ ধরনের অভিযান লাগাতার চলবে।