মহন্ত রাইস মিলের কর্নধার উদ্যোগে তাঁদের রাইসমিলে কর্মরত ৫০ জন শ্রমিক ও তিতপুকুরের প্রায় ১০০ টি পরিবারকে চাল , ডাল, আলু , তেল সাবান বিতরণ করলেন
করমদিঘী ধর্মেন্দ্র সিংহ : করনদীঘির টুঙ্গিদিঘী মহন্ত রাইস মিলের কর্নধার স্বগত মহন্ত ভাই সৌমেন মহন্ত ও সৌরভ মহন্তের উদ্যোগে তাঁদের রাইসমিলে কর্মরত ৫০ জন শ্রমিক ও তিতপুকুরের প্রায় ১০০ টি পরিবারের হাতে ১০ কেজি চাল ৩ কেজি আলু ১ কেজি ডাল, তেল , সাবান তুলে দিয়েছেন দুরত্ব বজায় রেখে । স্বাগত মহন্ত জানিয়েছেন, আমাদের টুঙ্গিদিঘীর সকল মিল মালিকরা যদি এইভাবে এগিয়ে আসে তবে লকডাউনে কেউ অভুক্ত থাকবেনা ।