দুস্থদের হাতে খাবার তুলে দিলেন ধুপগুড়ি এসটিএস ক্লাবের সদস্যরা
নিজস্ব প্রতিবেদন; ধুপগুড়ি, 7এপ্রিল : ধুপগুড়ি এসটিএস ক্লাব এর উদ্যোগে দুস্থদের খাবার তুলে দিলেন !
ক্লাবের সদস্যরা জানায় লকডাউন এর জেরে যখন চারিদিকে দোকানপাট বন্ধ সেই সময় দুস্থদের খাবার জোগাড় করা দুঃসহ ব্যাপার ।
এই জন্যই এই উদ্যোগ ।