কালিয়াগঞ্জে নতুন ক্লাবের উদ্বোধন ও চারাগাছ বিলি
ধর্মেন সিংহ ,উত্তর দিনাজপুর, 20 মার্চ : উত্তর দিনাজপুর জেলার করনদিঘী ও ইটাহারের মতো কালিয়াগঞ্জ ব্লকের মুস্তাফা নগরের জন্ডিপীরেও ক্লাব ঘর তথা "কালিয়াগঞ্জ রাজবংশী গাভুর সংঘে"র পথ চলা শুরু হল আজ শুক্রবার থেকে । হলুদ ফিতা কেটে ক্লাবের শুভ উদ্বোধন করেন শ্রী বিপদ ভঞ্জন দেবশর্মা ও সুধীর সরকার মহাশয় । সংঘের সভাপতি সুধীর সরকার ও সম্পাদক কপিল দেবশর্মা হয়েছেন। রাজবংশী গাভুর সংঘের সভাপতি সুধীর সরকার জানিয়েছেন,সংঘের পক্ষ থেকে এলাকার ১০০ জন মানুষের হাতে চারাগাছ তুলে দেওয়া হল । এছাড়াও কালিয়াগঞ্জের রাজবংশী ছাত্র ছাত্রীদের জন্য লাইব্রেরীর ব্যবস্থা করা হয়েছে । চাকরির পরীক্ষার জন্য যেই ছাত্র- ছাত্রীরা অভাবে বই কিনতে পারেনা তারা এই লাইব্রেরী থেকেই বই নিতে পারবে । শিক্ষার মান ও আমাদের সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ারই আমাদের লক্ষ্য । আজকের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিল সংঘের সকল সদস্য ও এলাকার মানুষজন ।