করণা আতঙ্ক বিষয়ে সচেতনতা রেলি হল বেলাকোবা পুলিশ ফাঁড়ির উদ্যোগে।
নিজস্ব প্রতিনিধি, বেলাকোবা ২০ মার্চ: চারদিকে করনা আতঙ্কের আবহ। মানুষ দ্বিধাগ্রস্ত এবং দিশেহারা। এরোই মাঝে বেলাকোবা পুলিশ ফাঁড়ির উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বিশাল সচেতনতা রেলি।এই রেলিতে স্থানীয় পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক সুব্রত সাহা সহ অন্যান্য পুলিশকর্মীরা এবংসমাজের সর্বস্তরের তিনশোর বেশি মানুষ উপস্থিত ছিলেন। রেলি র পুরোভাগে ছিলেন রাজগঞ্জ বিধানসভার বিধায়ক মাননীয় খগেশ্বর রায়। এই রেলি কে কেন্দ্র করে এলাকায় ব্যাপক সাড়া পড়ে।